• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩১:০৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩১:০৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

৩০ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫৪:১৬

আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

আমিরাত প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও বাংলা ১৪৩১ নববর্ষকে বরণ করতে বর্ণিল উৎসবে মেতেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।

২৭ এপ্রিল শনিবার শারজাহ বাগান বাড়িতে রঙে রঙে বৈশাখ ১৪৩১ আয়োজন করেন বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ইন্টারনেশন্যাল কালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইকেব)।

আয়োজকদের বর্ষবরণের ১১তম এই আয়োজনে নানা রঙের, নানা সাজে বাঙালিরা এই মরুর বুকে ফুটিয়ে তোলে এক খণ্ড বাংলাদেশ। যেখানে বোঝার অবকাশ ছিলো না যে দেশের বাহিরে এমন মনোমুগদ্ধকর উপস্থাপন। ছোট-বড় সকলে সাজ সাজ অবস্থায় উপস্থিত হয়ে মিলিত হয়েছিল এক জায়গায়।  

ইন্টারনেশন্যাল কালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইকেব) এর ‘বাংলা নববর্ষকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বাঙালির হাজার বছরের এই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠেছিল আমিরাতের প্রবাসী পরিবারগণ।

তানিয়া নোভা ও মামুন রেজার পরিচালনায় ইন্টারনেশন্যাল কালচার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইকেব) এর প্রেসিডেন্ট আহামেদ আলী জাহাঙ্গীর ও ভাইস প্রেসিডেন্ট রোমানা জাহাঙ্গীর এবং সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্য শামস সুমন, সামিয়া শামস, জাকিয়া সুলতানা লাবনী, সেলিম রায়হান, নাজনীন আক্তার, লুৎফুর রাসেল, সৈয়দ ইকরাম মোর্শেদ, মালিহা ইসলাম, সাঈদ আরিফ, আফরিন সেজুতি, মোহাম্মদ মোবারক, আয়েশা সিদ্দিকা, রাসেল আহমেদ, ফারহানা শর্মী, ইসরাত হুরা, সৈয়দ এহসান, মামুন রেজা, জেরিন তামান্না, আবুল বাশার, তানিয়া নোভা, নাসিরউদ্দিন কাওসার, শাজেয়া শারমিনসহ ছোট ছোট শিশুদের নানা রকমের আয়োজন পরিবেশন করা হয়। যেখানে নাচ, গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর অনুষ্ঠানে পরিণত হয়।

শেষ পান্তা ইলিশসহ বাঙালি খাবারে স্বাদ নিয়েছে প্রায় চার শতাধিক উৎসব প্রেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রূপের প্রেসিডেন্ট আবিদা হোসেন ও লেবার কাউন্সিলার আব্দু সালাম।

অন্যানদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাউন্সিল দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল সিআইপি, সংগঠনটির সেক্রেটারি সাইফুদ্দিন আহাম্মেদসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:৩০