• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৩:৪২ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৩:৪২ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

শিল্প ও সংস্কৃতি

সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র আর্ট প্রশিক্ষণ

২ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬:০৭

সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র  আর্ট প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের মেধা এবং মনন বিকাশে আর্ট (অংকন) প্রশিক্ষণ শুরু করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), ঢাকা।

১ জুন শনিবার রাতে বিডিজেএ’র সদস্যদের সন্তানদের নিয়ে অনলাইন আর্ট প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান।

এসময় তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে শিশুদের নিয়ে এ ধরনের উদ্যোগ সাংবাদিক সংগঠনের মধ্যে এটাই প্রথম। এর মধ্য দিয়ে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) পাইনিয়র। তাদের মত অন্য সংগঠন এমন উদ্যোগ নিলে সব শিশুরাই প্রশিক্ষণের আওতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি।

শিশু-কিশোরদের মেধা বিকাশে ভূমিকা রাখায় এ ধরনের পদক্ষেপের পাশে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান ইলিয়াস খান।

বিডিজেএর ভারপ্রাপ্ত সভাপতি বাংলা নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর এম এম বাদশাহ্’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইটিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট নাদিরা জাহান, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের নিউজ এডিটর মাহবুব জুয়েল। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন।

প্রশিক্ষণ সম্পাদক ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার বুরহান উদ্দিনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পরিচালনা করেন সাহরান আর্ট একাডেমির নির্বাহী পরিচালক চিত্রশিল্পী সিদ্দিকা আফরিন লামিয়া।

৩ মাসব্যাপী অংকন প্রশিক্ষণ কোর্সে সপ্তাহে দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০