• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৭:০২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৭:০২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে দিনমজুরের বসতঘর দখল, আহত ৭

১০ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৩:০৬

লক্ষ্মীপুরে দিনমজুরের বসতঘর দখল, আহত ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বৃদ্ধ দিনমজুরের বসতঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক প্রভাবশালীর বিরুদ্ধে। লুটপাট ও ভাঙচুরকালে বাধা দিলে ওই দিনমজুর পরিবারটির সাতজন সদস্যকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়দের সহায়তায় রাতে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

এর আগে ৯ আগস্ট শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত দুলাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আহাজান মিয়ার ছেলে দুলাল মিয়া (৬৫), হারুন (৬০), মহিন (৪২), মর্জিনা আক্তার, লিলি আক্তার ও সালমা কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আসলাম গাছি বাড়ির বাসিন্দা। অভিযুক্তরা হলেন- সৈয়দ আহম্মদের ছেলে কবির হোসেন, হানিফ, আনোয়ার, পারভেজ, পাভেল, বাহার, রিপন, ইশাদ, সেলিম মোল্লা ও তুহিন। তারা সবাই একই বাড়ির বাসিন্দা।

আহত হারুন, মর্জিনা ও স্থানীয় কয়েকজন জোনান, আসলাম গাছি বাড়ি আহাজান মিয়ার ছেলেদের পৈত্রিক ও ওয়ারিশী সম্পত্তি। তারা সেখানে বসতঘর নির্মাণ করে পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছে। অভিযুক্ত সৈয়দ আহম্মদের ছেলেরা ওই বাড়িতে কিছু সম্পত্তি ক্রয় করে বসবাস করছে। দেশের চলমান পরিস্থিতিতে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অজ্ঞাত ৮-১০জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় দুলাল মিয়া ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে আহত করে ও তাদের বসতঘর দখলে নেয়। তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের দায়িত্বশীল কাউকেই বক্তব্য পাওয়া যায় নি। তবে সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, থানাগুলোতে পুলিশের কার্যক্রম দ্রুত শুরু করতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে এ সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিষয়টি তাদের জানানোর অনুরোধও করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫