• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৭:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৭:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন

২৬ আগস্ট ২০২৪ সকাল ১০:৩৫:৫০

মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় নন্দী বাড়ি ভাঙচুর, ব্যবহারের ব্যক্তিগত প্রাইভেট কার, শোরুমের মোটরসাইকেল ভাঙচুর, গোডাউন লুটপাট, অগ্নিসংযোগসহ কালী মন্দির ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট রোববার বেলা ১২টায় নন্দী ট্রেডিং কর্পোরেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী কৃষ্ণ নন্দী। এ হামলা ও লুটপাটের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি ৩ লক্ষ ৮৪ হাজার টাকা বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, ৫ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাত আটশ দুর্বৃত্তকারী চুকনগর খুলনা মহাসড়কে অবস্থিত চুকনগর নন্দী বাড়িতে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে বাড়ি ভাঙচুর, প্রাইভেট কার ভাঙচুর, মোটরসাইকেল শোরুম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ধর্মীয় উপাসনালয় কালী মন্দির ও গোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুরসহ কয়েকটি গোডাউনে ব্যাপক লুটপাট করে দুর্বৃত্তরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন  কৃষ্ণ নন্দী। এ সময় উপস্থিত ছিলেন- ভুক্তভোগীর ভাই শংকর নন্দী, শেখর নন্দী, রিতা নন্দী ও বিশ্বজিৎ নন্দীসহ ডুমুরিয়া ও চুকনগর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩