বরিশাল প্রতিনিধি: পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতা পেয়েছে বরিশালের একাধিক যুবক ও প্রান্তিক কৃষক। ফলে বাণিজ্যিকভাবে জেলার অনেকেই এখন আগ্রহী হচ্ছেন এ পদ্ধতিতে চাষ করতে। আগামী বছর বর্ষা মৌসুমে আরও বড় পরিসরে ও বাণিজ্যিকভাবে আদা চাষ করবে তারা।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলার বানারীপাড়া, উজিরপুর ও আগৈলঝাড়াসহ বিভিন্ন উপজেলায় বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফলতা এনেছে একাধিক কৃষক। তাদের এ সফলতা দেখে বর্তমানে বাণিজ্যিকভাবে জেলার অনেকেই এখন এ পদ্ধতিতে আদা চাষ করতে আগ্রহী হচ্ছেন।
জানা যায়, বিভিন্ন সাইজের ছোট বড় বস্তায় বিগত এপ্রিল মাসের শেষের দিকে লাগানো হয় আদার কন্ধ। চার মাসের মাথায় সে সব কন্ধ রূপ নিয়েছে ছোট ছোট ঝোপে। আর ঝোপের নিচ থেকে উঁকি দিচ্ছে আদার ফলন। মূলত ছায়া যুক্ত-শুকনো স্থানে ভালো জন্মায় আদা। তাই বসত বাড়ির আশপাশে বিভিন্ন গাছ-গাছালির নিচের জমিতে চলছে চাষাবাদ।
বরিশাল সদর উপজেলা উপজেলার লামচরী গ্রামের কৃষক হালিম মজুমদার বলেন, বস্তায় আদা চাষ খুবই সহজ। অল্প খরচে বেশি লাভজনক একটি ফসল। বস্তা, আদা, সার এবং পরিচর্যা মিলিয়ে বস্তা প্রতি খরচ হয় প্রায় ৮০ টাকা। প্রতিটি বস্তায় প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যায়।
বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল হাসান বলেন, বস্তায় আদা লাগানোর পূর্বে প্রতি বস্তায় তৈরি মিশ্রন এমনভাবে ভরাতে হবে যাতে বস্তার উপরের দিকে ১ থেকে ২ ইঞ্চি ফাঁকা থাকে। প্রতি বস্তায় ৪৫ থেকে ৫০ গ্রামের একটি বীজ মাটির ভিতরে ২ থেকে ৩ ইঞ্চি গভীরে লাগাতে হবে। এপ্রিল-মে মাসে আদা লাগাতে হয়। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর উপযুক্ত সময়। বীজ লাগানোর পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
সঠিক পরিচর্যা পেলে আদা চাষে কৃষকরা প্রচুর লাভবান হবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available