নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উত্তরা পশ্চিম থানার সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু এখনও বেপরোয়াভাবে চলাফেরা করছে। নিজেকে দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে দেখা গেছে।তার এমন কার্যক্রম দেখে নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন।
গত ২৮ সেপটেম্বর ২৪-এ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মো. মোস্তফা জামান এর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার পর ও তার গতিবিধি আরো বেপরোয়া হয়ে যায়। গত ১০ মার্চ উত্তরা আজমপুরের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া মিঠুর বিরুদ্ধে ডিএমপির তুরাগ, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং এয়ারপোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ওই সকল মামলার এজাহারভুক্ত আসামি। মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এদিকে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটে মসজিদ ভেঙে বহু দোকানপাট তৈরি করেছে মিঠু। এ ছাড়া মার্কেটে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ও করেছেন তিনি। যদিও ভয়ে কেউ কোনো মামলা করার সাহস পাননি।
তিনি বিগত দিনে উত্তরা রয়েল ক্লাবে বসে তৎকালীন আওয়ামী লীগের এমপি হাবিব হাসানের ভাই সোহেল এর সাথে মদের টেবিলে বসে গোপন মিটিং করতেও দেখা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available