• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩১:৫৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩১:৫৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যত ঝরবে রক্ত, জামায়াত হবে শক্ত: ইসহাক খন্দকার

২৩ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩২:৩৯

যত ঝরবে রক্ত, জামায়াত হবে শক্ত: ইসহাক খন্দকার

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার বলেন, যত ঝরবে রক্ত জামায়াত হবে শক্ত। যত ঝরবে রক্ত, ইসলাম হবে শক্ত। যত ঝরবে রক্ত, শিবির হবে শক্ত।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গ টেনে জেলা আমির ইসহাক খন্দকার বলেন, হাসিনা তুমি আসতে হবে না, আমরা তোমাকে এদেশে নিয়ে আসবো। প্রতিটি রক্তের ফোটার বিচার করা হবে, প্রতিটি প্রাণের জবাব তোমাকে দিতেই হবে।

২২ নভেম্বর শুক্রবার সকালে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন কথা বলেন তিনি। বিনোদপুর ইউনিয়ন জামায়াত আমির হাফেজ মাওলানা নুর হোসাইন এতে সভাপতিত্ব করেন।

জেলা আমির ইসহাক খন্দকার আরও বলেন, যখন আমাদের নিবন্ধন বাতিল করে দেয়া হলো, সে ১৬টি বছর আমরা কথা বলতে পারি নাই। আমাদের আন্দোলন, আমাদের গতি, কী থেমে গেছে ? না!  তখন আমাদের শপথের কর্মী ছিল ৩৫ হাজার, জুলাইয়ের ১ তারিখ যখন আমাদের নিষিদ্ধ করা হয়েছে, আর তখন আমাদের শপথের কর্মী (রোকন) প্রায় ১ লক্ষ।

হে স্বৈরাচারির দল কি করেছ তোমরা? যত ঝরবে রক্ত জামায়াত হবে শক্ত, যত ঝরবে  রক্ত, ইসলাম হবে শক্ত, যত ঝরবে রক্ত, শিবির হবে শক্ত। যুগে যুগে বাতিলের দল তাগুতের দল ধ্বংস হয়ে গেছে কিন্তু ইসলাম ঠিকই রয়ে গেছে। কেউ তা শেষ করতে পারেনি তোমরাও পারবে না।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ মামুন উদ্দিনের গর্বিত পিতা আবদুল মতিন কর্মী সম্মেলনের উদ্বোধন করেন। আন্দোলনে শহিদ পরিবারকে বিনোদপুর ইউনিয়ন জামায়াতের পক্ষে থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা মজলিশে শূরার ও কর্মপরিষদ সদস্য নোয়াখালী শহর আমির মুহাম্মদ ইউসুফ, গাজীপুর মহানগর আমির নেয়ামতুল্লাহ শাকের, শহর সেক্রেটারি মো. মায়াজসহ নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ