• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৫৮:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৫৮:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বুটেক্সে আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রোববার

৩১ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৪২:৩৪

বুটেক্সে আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রোববার

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ১.০’ এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর রোববার। আন্ত:বিভাগীয় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে  ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ফাইনাল ম্যাচটি বুটেক্স কেন্দ্রীয় মাঠে দুপুর ১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৭ অক্টোবর রোববার প্রথম সেমিফাইনালে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মুখোমুখি হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় এবং পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ জয়ী হয়।

একইদিনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ। ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শ্যুট আউটে গড়ায় এবং ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩-২ ব্যবধানে জয়ী হয়।

টুর্নামেন্টের ফাইনালিস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিনায়ক মো: শাহাদাত হোসেন বলেন, ফাইনাল ম্যাচ সব সময়ই একটু অন্যরকম হয়। তবে পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও আমাদের মাইন্ডসেট পজিটিভ থাকবে। ম্যাচটা কেমন হবে সেটা নিয়েই আমরা ভাবছি। আইপিই ডিপার্টমেন্টের সকল ব্যাচ মিলে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন হয়েছে এবং এখানে সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া। আমরা শুরু থেকেই আশাবাদী ছিলাম আমরা ভালো করতে পারবো। আমাদের ডিপার্টমেন্ট এই প্রথমবার কোনো আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। তাই আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। শিরোপা নিজেদের ঘরে তুলতে আমরা আমাদের শতভাগটাই দেবো।আমাদের ফাইনালে উঠার পিছনে আমার টিমের সকল প্লেয়ারদের খেলার  স্পিরিট ও ডেডিকেশন সত্যিই মনোমুগ্ধকর ছিল। আমাদের প্রতিপক্ষও নি:সন্দেহে ভালো দল। তবে ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দিয়েই ফাইনালে চ্যাম্পিয়ন হবো।

আরেক ফাইনালিস্ট ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিনায়ক সাইফুল ইসলাম সবুজ বলেন, ফাইনালকে সামনে রেখে শুধু আমার খেলোয়াড়রাই নয় বরং সমস্ত ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরাই আগ্রহী। এই ফাইনালটা আমাদের ডিপার্টমেন্টের জন্য প্রথম কোনো ইন্টার-ডিপার্টমেন্টাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। তাই আমার প্লেয়াররা ডিপার্টমেন্টের সকলের জন্য হলেও এই ট্রফিটা জিততে চায়। আমাদের দল একঝাঁক তরুণ, এনার্জেটিক এবং অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে গঠিত। তাই ভারসাম্যপূর্ণ একটি দল নিয়েই আমরা মাঠে নামবো। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারার পর আমাদের দল যেভাবে প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে এনেছে তাতে আমি আমার দল নিয়ে খুবই গর্বিত। আশা করি ফাইনালেও যেকোনো পরিস্থিতির জন্য আমার দল প্রস্তুত থাকবে। আইপিই খুবই ভালো দল, তাদের খুবই দারুণ কয়জন প্লেয়ার আছে। আশা করি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচ উপহার দিতে পারবো। একইসাথে ৪৫ তম ব্যাচের এটিই শেষ ফুটবল টুর্নামেন্ট তাই আমরা ভাইদের দারুণ অভিজ্ঞতা দিয়ে বিদায় দিতে চাই

ফাইনাল ম্যাচটি সামনে রেখে বুটেক্স ক্যাম্পাসে চলছে টানটান উত্তেজনা। ক্যাম্পাসের দর্শকরা একটি প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচের আশাবাদ ব্যক্ত করছেন। ৪৭তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারদিন বিন মনির বলেন, পুরো টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্ব পর্যন্ত প্রায় সকল ম্যাচই প্রতিযোগিতামূলক ছিলো। বাছাই পর্বে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কে সেমিফাইনালে যাবে তা জানার জন্য। ম্যাচগুলো এতই টানটান উত্তেজনাময় ছিলো যে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে। খেলায় কোনো ধরনের ন্যায়বিরুদ্ধ ঘটনা ঘটেনি। এক গ্রুপের একটি দল শুরুতে এক ম্যাচ হারার পর টানা ম্যাচ জিতে ফাইনালে, আবার অন্যদিকে আরেক গ্রুপের আন্ডারডগ হিসেবে থাকা একটি টিম আজ ফাইনালে যা প্রমাণ করে টুর্নামেন্ট কতটা উত্তেজনাময় এবং স্বচ্ছ ছিলো। আশা করি ফাইনাল ম্যাচেও টানটান উত্তেজনা থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মধ্যে।  সবশেষে দুই দলের জন্যই শুভকামনা রইলো।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর রোববার বুটেক্স অডিটোরিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ১ অক্টোবর মঙ্গলবার হতে মাঠে গড়ানো এই টুর্নামেন্টের দুই গ্রুপের প্রতিটিতে ৫টি করে মোট ১০টি দল অংশগ্রহণ করে এবং গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩