• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৪৬:০৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৪৬:০৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে খাবার বিতরণ

২৬ আগস্ট ২০২৪ সকাল ০৯:২৪:২৩

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে খাবার বিতরণ

ভাটারা (ঢাকা) প্রতিনিধি: চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ফেনীবাসী তথা বাংলাদেশের মানুষের এই দুর্যোগকালীন সময় বাংলাদেশ সরকারের সকল প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

২৫ আগস্ট রোববার বেলা ২টায় ফেনী শহরের জিএ অ্যাকাডেমি প্রাঙ্গণে খাবার বিতরণ করা হয়। চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের (এবকা) উদ্যোগে এই আয়োজন করা হয়।

চীনা রাষ্ট্রদূত লিউ ইউইন বলেন, চীন বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছে। চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর পক্ষ থেকে এই উপহারটুকু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। চীন বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকা আমাদের দায়িত্ব।

মি. রাষ্ট্রদূত আরও বলেন, চীনের জনগণের পক্ষ থেকে যে উপহার আমরা বাংলাদেশ দুস্থ মানুষকে দিয়েছি, এটি কোন সাহায্য নয়, এটি হচ্ছে ভালোবাসার নিদর্শন । এটি দুই দেশের মধ্যে আস্থার সম্পর্কের প্রতিফলন। অতীতের যে কোন সময় থেকে বাংলাদেশ চীনের মধ্যকার সম্পর্ক এখন অনেক উঁচুতে। শত বছরের এই সম্পর্ককে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই।

খাবার বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই (এবকা) এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাহাবুল হক, চীনা দূতাবাসের অতিরিক্ত পরিচালক লি জিয়ান, কালচারাল অ্যাটাসি সান কাং নিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক ড. ইয়াং হুই প্রমুখ।

উল্লেখ্য, ফেনী ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার এবং শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করেছে চীনা দূতাবাস। প্রথম দফায় রান্না করা খাবার এবং দ্বিতীয় দফায় শুকনা খাবার বিতরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২