• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৮:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৮:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃত্বে মানবেন্দ্র-শাহানুর

২৮ অক্টোবর ২০২৩ সকাল ০৮:২১:০৭

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃত্বে মানবেন্দ্র-শাহানুর

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে দৈনিক ইত্তেফাক সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে নয়া দিগন্ত প্রতিনিধি মো. শাহানুর ইসলাম নির্বাচিত হয়েছেন।

২৭ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সভায় আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি অন্যান্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী (বাংলাদেশের আলো), সহ-সভাপতি শহীদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), যুগ্ম-সম্পাদক মো. আকরাম হোসেন (বাংলাভিশন ও ভোরের ডাক), সহ-সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ), মো. ইউসুফ আলী (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রিপন (মোহনা টিভি), দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ (দৈনিক দেশের কণ্ঠ), কোষাধ্যক্ষ সোহেল হোসেন (ঢাকা পোস্ট), সমাজ সেবা সম্পাদক শফিকুল ইসলাম সুমন (আজকালের খবর), কার্যকরী সদস্য পদে আলো খান (দৈনিক জনতা), এ বি এম কামরুদ্দিন রেজা (সময়ের আলো)।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রেডিও বাংলাদেশের সাংবাদিক সূরুজ খান প্রধান নির্বাচন কমিশনার, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম (লাবলু) এবং প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সভা শেষে নব-নির্বাচিত কমিটির সকলকে মানিকগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩