• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২২:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২২:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাউফলে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা: আতঙ্কিত স্থানীয়রা

১১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৩:৪৪

বাউফলে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা: আতঙ্কিত স্থানীয়রা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মূলত ঈদুল আজহার ছুটিতে ঢাকা থেকে গ্রামে আসা রোগীর সংখ্যাই বেশী, তবে এমন রোগীও পাওয়া যাচ্ছে যারা ঢাকায় না গিয়েও গ্রামে বসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ কারনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকসহ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী। এখনই সচেতন না হলে সামনের দিনে ডেঙ্গু আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ঈদুল আযহার পর থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ, এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী নতুন করে ভর্তি রয়েছে।

এ দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বেশ কয়েকজন রোগী ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামে এসেছেন। ফলে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, জ্বর হলেই ঘরে বসে না থেকে সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নিতে হবে। তিনি আরও বলেন, জ্বর নিয়ে কেউ যেন ঘরে বসে না থাকে। ডেঙ্গুবাহী মশার বিস্তার রোধের জন্য সবাইকে বাড়ির পাশে জমে থাকা পানি অপসারণ করতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩