• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪১:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪১:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাঙলা কলেজে বিএনপির হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

২৩ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২১:২০

বাঙলা কলেজে বিএনপির হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

বাঙলা কলেজ প্রতিনিধি: বিএনপির পদযাত্রা থেকে সরকারি বাঙলা কলেজে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা।

২৩ জুলাই রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১৮ জুলাই নিয়মিতভাবেই আমাদের ক্লাস চলছিল। আমাদের শিক্ষকরা ক্লাসে ব্যস্ত ছিল। পাশাপাশি অভ্যন্তরীণ পরীক্ষাও চলছিল। ঠিক সেই মূহুর্তে বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয়তাবাদী দল-বিএনপির পথযাত্রা থেকে আমাদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে মিছিলে যাওয়ার জন্য জোর করা হয়। মিছিলে না যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের মারধর করা হয়। আমাদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। আমাদের পাঁচজন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং গুণগত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সরকারি বাঙলা কলেজ ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। এরকম একটা ক্যাম্পাসে এসে অতর্কিত পরিকল্পনা মাফিক হামলা চালানোর ঘটনা আমরা ভালোভাবে নিচ্ছি না। আমরা মনে করি, শিক্ষার এই সুন্দর পরিবেশকে নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। তাই কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী তথা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে।

কলেজটির শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরী বলেন, ১৮ জুলাই বিএনপি বাঙলা কলেজে যে হামলা করেছে, এটি কোনোভাবেই কাম্য নয়। এছাড়াও তোফাজ্জল হোসেন পলাশ, যার একটি পা নেই; তার ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম সাদ্দাম হোসেন বলেন, বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সেলিমা আলম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মানববন্ধনে ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান হাওলাদার হাফিজ, সোলাইমান খান, শাহরিয়ার নাফিজ সজিব, হামিদুল্লাহ জিহাদ, তরিকুল ইসলাম রাহুল, রুবেল হোসেন, সোহাগ খাঁন, মাহাবুবুল আলম রাজু, নাহিদ হোসেনসহ কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩