• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪০:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪০:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শিক্ষা ক্যাডারের বৈষম্য নিরসনের দাবি বাঙলা কলেজের শিক্ষকদের

৩ অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৩:০৪

শিক্ষা ক্যাডারের বৈষম্য নিরসনের দাবি বাঙলা কলেজের শিক্ষকদের

বাঙলা কলেজ প্রতিনিধি: শিক্ষা ক্যাডারের সকল বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন রাজধানীর সরকারি বাঙলা কলেজের শিক্ষকগণ। ২ অক্টোবর সোমবার সকাল থেকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারেই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে এই কর্মবিরতি পালিত হয়েছে বলে জানিয়েছেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।

শিক্ষকদের দাবি, পর্যাপ্ত শর্তপূরণ ও যোগ্যতা অর্জন সত্বেও অসংখ্য শিক্ষা ক্যাডাররা কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। অন্যদিকে শিক্ষা ক্যাডারের বাহিরের অনেক কর্মকর্তারা কর্মরত আছেন  শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদগুলোতে। বৈষম্য নিরসনের দাবিতে নামা শিক্ষা ক্যাডারের নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকদের অভিমত, পর্যাপ্ত পদোন্নতি না দেওয়া, কিছু পদে বেতন স্কেল বৃদ্ধি না করা এবং শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদে এসব বহিরাগতদের অবস্থানের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

এ প্রসঙ্গে সরকারি বাঙলা কলেজের কর্মবিরতি বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বাঙলা কলেজ ইউনিটের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহানারা আক্তার বলেন, সাধারণ শিক্ষা ক্যাডারদের সকল সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন থাকলেও সেগুলো সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী সমস্যার সমাধানে আশ্বাস দিলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

একজন সহকারী অধ্যাপক বলেন, শিক্ষা ক্যাডারের বিদ্যমান এসব সমস্যাগুলো সমাধানের জন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করে আসলেও উদ্ভুত সমস্যার সমাধানে এ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। সরকার যেহেতু স্মার্ট বাংলাদেশ, স্মার্ট শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবছে সুতরাং এই শিক্ষাব্যবস্থার সার্বিক উৎকর্ষ সাধনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এমতাবস্থায় এসডিজি লক্ষ্যমাত্রা-৪ তথা গুণগত শিক্ষার মান নিশ্চিতের লক্ষেই শিক্ষা ক্যাডারে উদ্ভুত এসব বৈষম্য নিরসন করা এসময় খুবই জরুরী।

২৪তম বিসিএস’র এক শিক্ষক জানান, সব শর্ত যথাসময় পূরণ হাওয়া সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত হওয়ার দীর্ঘ ১০ বছর পর তিনি সহকারী অধ্যাপক পদে পদায়ন পান। এ পদায়নের পরে আবারও দীর্ঘ  ৯ বছর ১১ বছর কেটে গেল এখনও  তিনি কোনো পদায়ন পাচ্ছেন না।  তিনি বলেন, ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের তাদের এই পদায়নটি হলে সরকারের আর্থিক কোনো ব্যয় বৃদ্ধি হতো না, শুধু পদবী সম্মানিত হতো।

গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞানসহ বিজ্ঞান অনুষদের অন্য বিভাগের শিক্ষকরা এই পদায়ন সমস্যায় ভুক্তভোগী।

সমস্যা সমাধানসহ এ কর্মসূচির দাবিগুলো হলো- আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, প্রাপ্যতা সাপেক্ষে সব যোগ্য কর্মকর্তার পদোন্নতি, অধ্যাপক পদকে তৃতীয় জাতীয় বেতন গ্রেডে উন্নীত করা, পদসৃষ্টি, স্কেল বৃদ্ধি , ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ও শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার করা।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব দাবি পূরণের লক্ষে সরকারি বাঙলা কলেজে পালিত এই সর্বাত্মক কর্মবিরতিতে অংশ নিয়েছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো জাহাঙ্গীর হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩