• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

১০ আগস্ট ২০২৪ বিকাল ০৪:০১:৫৭

নেছারাবাদে বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ১০ আগস্ট শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রাজু আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীরা ইন্দুরহাট-মিয়ারহাট বন্দর বাজার পরিদর্শন করেন।

মনিটরিংকালে শিক্ষার্থীরা তরকারি বাজারসহ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একইসাথে তারা স্থানীয়ভাবে পরিচালিত বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়াও, বাজারে অটোরিক্সার উপদ্রব, অবৈধভাবে রাস্তায় মালামাল সংরক্ষণ, মোটরসাইকেল যেখানে সেখানে না রাখাসহ বাজার সিন্ডিকেট মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আজও ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন।

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামি আন্দোলনের নেতাকর্মীরাও উপজেলার স্বরূপকাঠি পৌরসভায়, জগন্নাথকাঠি বাজার, বাসস্ট্যান্ড, ও সরকারি স্বরূপকাঠি কলেজ মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন।

এসব কর্মীরা যানবাহনকে ট্র্যাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচলের পরামর্শ দিচ্ছেন ও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। নিয়ম লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩