• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয় বাজেট

বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ৬ শতাংশ

১ জুন ২০২৩ রাত ০৮:৩৬:০৯

বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ৬ শতাংশ

নিউজ ডেস্ক: মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমান অঙ্কের বাজেট ঘোষণা করা হয়েছে।  ১ জুন বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হচ্ছে ৬ শতাংশ। যেখানে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির হার ছিলো ৫ দশমিক ৬ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মূল্যস্ফীতি, সরকারি ব্যয়, লেনদেনের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মুদ্রা বিনিময় হারের ওপর। যুদ্ধ ও যুদ্ধকেন্দ্রিক নিষেধাজ্ঞার প্রভাবে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিলো। এ সুযোগে বিশ্ববাজারে খাদ্যপণ্য, সার ও জ্বালানি তেল ও ডলারের মূল্য বেড়েছে। অস্বাভাবিক এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উন্নত দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তাদের সুদের হার বাড়িয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলের এমন অস্বাভাবিক অবস্থায় আমাদের অর্থনীতিতেও এর প্রভাব পরেছে। বৈশ্বিক এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী বার্ষিক গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশের মধ্যে সীমিত রাখা সম্ভব হবে না।

অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এবারের বাজেট নির্ধারিত হয়েছে রেকর্ড ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। মোট আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা নির্ধারিত হলেও এবারেরও ঘাটতি থাকছে ২ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩