• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:৫৮:২২ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:৫৮:২২ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়

৩১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৮

শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা পর সমাপ্ত হতে যাচ্ছে মাসব্যাপী অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে মেলার ২৯তম আসরের সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

এদিকে শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এ পরিপ্রেক্ষিতে বিক্রেতারা একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে। তবে মেলার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বাণিজ্য মেলা বিকেলে সমাপ্তি ঘোষণা করা হলেও চলবে রাত ১০টা পর্যন্ত।

প্রসঙ্গত, এর আগে গত ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা ভাইরাসের মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফরিদপুরে ভুয়া মেজর গ্রেফতার
১৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:১৫