• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০২:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০২:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় বাদী কারাগারে

১৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৪:১৭

নওগাঁয় ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় বাদী কারাগারে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে মাবিয়া বেগম (৪৮) নামে ১ গৃহবধুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। ১৫ নভেম্বর বুধবার মাবিয়া বেগম আদালতে জামিন শুনানীর প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। 

মাবিয়া বেগম জেলার বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের আসাদুল হাকিমের স্ত্রী।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ পিপি এ্যাডভোকেট মো. মকবুল হোসেন এবং মাবিয়া বেগমের পক্ষে জামিন শুনানী করেন এ্যাডভোকেট শুভ্র সাহা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ নভেম্বর মাবিয়া বেগম একই গ্রামের তহিদুল তুহিনসহ ৩ জনের বিরুদ্ধে বাড়ির পূর্ব উত্তর কোনায় পাকা রাস্তায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ১ টি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ার প্রতিবেদন দাখিল করে। বাদি পুলিশ রিপোর্টের বিরুদ্ধে নারাজী দরখাস্ত করলে আদালত বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেয়।

তদন্তে পরবর্তীতে আদালতে ৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে চলতি বছরের ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয় এবং সকল আসামিকে খালাস প্রদান করে আদালত। এ ঘটনায় আসামিরা শারীরিক, আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দাকি করে চলতি বছরের ১ আগস্ট ধর্ষিণের চেষ্টা দাবি করা নারী মাবিয়া বেগমসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ১৭ ধারায় অভিযোগ আনা হয়।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা দায়ের করা নারীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। আদালতে উপস্থিত হয়ে মাবিয়া বেগম জামিন শুনানীর প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩