• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:৫৮ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:৫৮ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

এস আলমকে অর্থলোপাটে সহযোগিতার দায়ে এমডির বাধ্যতামূলক ছুটি

৫ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:১৮:৩১

এস আলমকে অর্থলোপাটে সহযোগিতার দায়ে এমডির বাধ্যতামূলক ছুটি

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। মূলত চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ। আজ ৫ জানুয়ারি রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ব্যাংকটির ২৮৩ তম পর্ষদ সভায় তার ছুটি অনুমোদন করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আর পরবর্তী এমডি না আসা পর্যন্ত নতুন করে এমডির চলতি দায়িত্ব (সিসি) পালন করবেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মানব সম্পদ বিভাগের প্রধান মো. কাওসার উল আলম স্বাক্ষরিত এক অফিস অর্ডার থেকে থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ভিত্তিক আলোচিত এস আলমের গ্রুপকে অর্থলোপাটে সহায়তা করার অভিযোগে বিশেষ নিরীক্ষা কমিটি গঠন করে ব্যাংক। সেখানে এমডিসহ আরও কয়েক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়। তার বিরেদ্ধে সুষ্ঠু তদন্তের স্বার্থে এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে তিন মাসে জন্য বাধ্যতামমূলক ছুটি দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাইকগাছায় মৎস্য ঘের দখল চেষ্টা, মারপিটে আহত ৩
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০১:৩৩