• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৯:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৯:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়ায় বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন

২৪ আগস্ট ২০২৩ সকাল ০৮:০৪:০১

কালিয়ায় বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২১৭ এর ৮ ধারার অপরাধে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বরযাত্রীদের জন্য তৈরি খাবার জব্দ করে পার্শ্ববর্তী পুরুলিয়া দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার এতিমদের দেওয়া হয় ।

২৩ আগস্ট বুধবার বিকাল ৪টায় উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত হাকিম শেখের ছেলে নজরুল শেখের (৬০) ১৪ বছরের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিবাহের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন মেয়ের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন । এ সময় মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানাসহ ১৮ বছরের আগে তার মেয়েকে বিবাহ না দেওয়ার জন্য মুসলেকানা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আট ধারা মোতাবেক মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানাসহ মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিতে পারবে না মর্মে লিখিত মুচলেকা আদায় করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩