• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে বাসর ঘরে নববধূর পুত্র সন্তান প্রসব, হতাশ স্বামী সজীব

৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৬:১১

লক্ষ্মীপুরে বাসর ঘরে নববধূর পুত্র সন্তান প্রসব, হতাশ স্বামী সজীব

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিয়ের দিন বাসর ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার। এতে হতাশ হয়ে পড়েছেন নববিবাহিত স্বামী সজীব।

ঘটনাটি ঘটেছে ৪নং চররুহিতা ইউনিয়নের রসূলগঞ্জ বাজারের সাথে তনু মিয়া হাজী বাড়িতে। আবু তাহেরের ছেলে সজীবের সাথে বিয়ে হয় একই উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের আইয়ুব আলী ব্যাপারী বাড়ীর নুর নবীর মেয়ে রিয়া আক্তারের।

পারিবারিকভাবে ঘটক সাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিক্রমে ৫ ফেব্রুয়ারি সোমবার তাদের বিয়ে হয়। বিয়ের পর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নববধূকে বাড়িতে নিয়ে আসে। এরপরই ঘটে বিপত্তিকর এই ঘটনা। বাসর ঘরে নববধূ জন্মদেন এক পুত্র সন্তান। এতে হতাশ হয়ে পড়েন সজীব ও তার পরিবার।

সজীবের পিতা আবু তাহের জানান, ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে লক্ষীপুর কোর্টের এফিডেভিটের মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি। রাতে আমাদের নতুন বৌ একটি পুত্র সন্তানের জন্ম দেন। এতে আমরা হতাশ। মেয়ের পিতাকে খবর দিয়েছি, আসলে আমরা সিদ্ধান্ত নেব।

মেয়ের পিতা নূর নবী জানান, মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলেপক্ষ তাদের বাড়িতে নিয়ে যায়। মঙ্গলবার সকালে ফোন করে জানান আমার মেয়ে না কি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এ ব্যাপারে আমি আর কিছুই জানি না।

লক্ষীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। বুধবার বিকেলে ছেলে পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়ে এখন মেয়ের বাপের বাড়িতে আছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, জরুরি ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ এক নববধূর পুত্র সন্তান জন্মদানের বিষয়টি জানতে পারে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩