• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৭:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৭:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে বাসে আগুন

২৩ নভেম্বর ২০২৩ সকাল ১১:৪১:২২

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে বাসে আগুন

কুষ্টিয়া (সদর) প্রতিনিধি: কুষ্টিয়ার আলামপুরে হাইওয়ে পুলিশের থানার সামনে জব্দকৃত হানিফ পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২২ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।    

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাত ১১টার দিকে হঠাৎই কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দন্ডায়মান পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। ওসি আরও বলেন, কোনো নাশকতা নয়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, কয়েক দিন আগে কুষ্টিয়ার মিরপুরে দুর্ঘটনায় পতিত হয়েছিল বাসটি। সেখান থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ তাদের থানার সামনে মহাসড়কের পাশে রেখেছিল। সেখান থেকে কেউ গাড়িটিতে আগুন ধরিয়ে দিল, নাকি সট সার্কিটে আগুন লাগলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসও এ ব্যাপারে কাজ করছে।

অন্যদিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় থেকে বিএনপির অবরোধ সমর্থিত ঝটিকা মশাল মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটকরা হলেন কুষ্টিয়া সদরের বোয়ালদহ মেছপাড়া গ্রামের সোহান (১৯), জুয়েল ইসলাম (১৭) ও আলিফ মাহমুদ (১৫)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ২২ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে ১৫ থেকে ২০ জন কিশোর-যুবকের দল আচমকা নিশান মোড়ে মশাল হাতে মিছিল বের করে। তাৎক্ষণিক এলাকার সচেতন নাগরিকরা তাদের ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও ওই ৩ জনকে ধরে ফেলে তারা। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩