পাবিপ্রবি প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালে ভাঙচুর করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিআরটিসির একটি দোতলা বাস। এ ঘটনায় শাহিদুল ইসলাম জিহাদ নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
১৯ নভেম্বর রোববার বেলা ১১টায় পাবনা শহরের মহিষের ডিপো এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন।
গাড়িতে থাকা শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে বিআরটিসির একটি দোতলা বাস ছেড়ে যায়। বাসটি মহিষের ডিপো এলাকায় পৌঁছালে ১০-১২ জন পিকেটার পাশের একটি গলি থেকে বের হয়ে বাসে ঢিল ছোড়ে। এসময় বাসের ৪ টি জানালা ভেঙে যায়। পরে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
আহত শিক্ষার্থী শাহিদুল ইসলাম জিহাদ জানান, তিনি মহিষের ডিপো এলাকায় নামার দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে বাসে ঢিল ছোড়া শুরু হয়ে যায়, তখন চালক ব্রেক করলে তিনি বাস থেকে ছিটকে পড়ে যান। এ সময় তার হাঁটুর চামড়া ছিলে যায় এবং পায়ে ব্যথা পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য সহপাঠীরা পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, সকালে পিকেটাররা বাসে ঢিল মেরে জানালার কাচ ভেঙে দিয়েছে। এ ঘটনা শোনার পর পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছে এবং তারা ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available