• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৪:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৪:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে বিএনপির ৭ নেতাকর্মী আটক

৫ নভেম্বর ২০২৩ দুপুর ০২:০৬:০৪

টাঙ্গাইলে বিএনপির ৭ নেতাকর্মী আটক

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন আজ। ৫ নভেম্বর রোববার অবরোধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সকল যান চলাচল।

এদিকে সকালে করোটিয়া বাইপাস এলাকায় অবরোধ সফল করতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে সেখান থেকে ৭ জনকে আটক করা হয়। তারা হলো, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মাহবুবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম-আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, শহর বিএনপি নেতা মো. সাদন, জেলা মৎসজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকন্দ শাহীন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ বিষয়ে এলেংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, মহাসড়কে ভোরে দু-একটা দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন ভাঙ্গচুর বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩