মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঘরের তালা ও জানালা ভেঙে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ঐ নেতার নাম মো. রিপন মিয়া। এসময় পুলিশের বিরুদ্ধে বাড়ির জিনিসপত্র তছনছ এবং গ্রেফতার রিপনকে মারধরের অভিযোগ করেছে তার পরিবার।
১৬ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সরুপাই গ্রামে সদর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেফতার রিপন মিয়া মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ময়মনসিংহে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী ও ৪বছরের এক কন্যাকে নিয়ে তিনি কর্মস্থল ময়মনসিংহে থাকেন। তিঁনি ছুটিতে বৃহস্পতিবার সরুপাইয়ে তার গ্রামের বাড়িতে এসেছিলেন।
বিএনপি নেতা সাইফুল ঢাকা জজ কোর্টের আইনজীবী। তাঁর গ্রামের বাড়ি সরুপাই হলেও পরিবার নিয়ে তিনি ঢাকার সাভারে থাকেন। অভিযানের সময় তিনি ও তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বাড়িতে কেউ না থাকায় তাঁর প্রতিবেশী এক যুবক বাড়িটি দেখভাল করতো।
বিএনপির নেতা সাইফুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর থানার ১৫ থেকে ২০ পুলিশ সদস্য সরুপাই গ্রামে তাঁর বাড়িতে আসে। এরপর বাড়ির ২টি টিনের গেট এবং উত্তর পাশের ঘরের বারান্দার গ্রিলের তালা ভেঙে পুলিশ ঘরে ঢোকে। বাড়ির কেয়ারটেকার ১যুবক ও রিপন মিয়া এসময় ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় পুলিশ রিপনকে আটক করে মারধর করে ঘরের বারান্দার তালা ও একটি জানালা ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা জিনিসপত্রও তছনছ করে তারা।
নাম প্রকাশ না করার শর্তে ঐ যুবক বলেন, তাঁর বন্ধু রিপন মিয়া পরিবার নিয়ে ময়মনসিংহে থাকেন। গতকাল রাতেই তিনি ও রিপন ঐ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে রিপনকে ধরে নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, সম্প্রতি সদর উপজেলার তরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামিকে গ্রেফতারে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানে গিয়ে কোনো কিছু ভাঙচুর, তছনছ বা কাউকে মারধর করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available