• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৩৫:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৩৫:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

২২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪:১৬

কাউনিয়ায় নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় নাশকতার মামলায় হারাগাছ পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাঁধনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। ২১ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার হারাগাছ টাংরির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাঁধন হারাগাছ পৌরসভার নতুনবাজার স্কুলপাড়ার আবুল কাশেমের ছেলে।

২২ নভেম্বর বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজ্জামেল হক।

তিনি বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় বাঁধনকে গ্রেফতার করা হয়েছে। বাঁধন বিএনপির ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত এবং পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। গত ১৮ নভেম্বর শনিবার রাতে বাঁধনসহ কয়েকজন যুবক হারাগাছ পৌরসভা দালালহাট এলাকার নাশকতার উদেশ্যে সড়কে টায়ারে আগুন লাগিয়ে জনমনে ভীতসৃষ্টি ও বিশৃঙ্খলার চেষ্ঠা করে। এ ঘটনায় বাঁধনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ঘটনার দিন ঘটনাস্থল থেকে আনসার ভিডিপি ভাতাভোগী সদস্য ওয়ার্ড দলনেতা শাহ আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল।

ওসি মোজ্জামেল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে ২২ নভেম্বর বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩