• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

৮ জুন ২০২৪ সকাল ০৭:৩৭:৪৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি'র সিংগীমারী বিওপি কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম। ৭ জুন শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের একজন আলতাব হোসেন (৫৫) ওই এলাকার বাচ্চা শেখের পুত্র বলে জানা গেছে। আহত অপর দুজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

সীমান্ত সূত্র ও বিজিবি জানিয়েছে, ওই সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলো কৃষক আলতাব হোসেন ও অন্যান্যরা। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই গুলিতে ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘ছররা গুলি। বেশি কিছু হয়নি। তিনজন আহত হয়েছে। তন্মধ্যে আলতাফ হোসেন একটু বেশি অসুস্থ’। এরপর তিনি কল কেটে দেন।

বিজিবি'র সিংগীমারী বিওপি কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে বিএসএফ'র সাথে পতাকা বৈঠক চলছে। খবর এসেছে অন্তত তিনজন আহত হয়েছেন। তারা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। বাইরে আছি, ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলতে পারবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩