• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৯:০২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৯:০২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

২০ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৪:২০

হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তাঁর ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

১৯ আগস্ট সোমবার দুপুরে কোতোয়ালি থানায় হওয়া এই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা মো. রুহান হোসেন (৪১)। তিনি জেলা যুবলদের ধর্মবিষয়ক সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট সকাল থেকে দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে রাজপথে নেমে আসে।

শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় জড়ো হলে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বন্দুক, পিস্তল, দেশি অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করেন।

বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাকৃবির নব নিযুক্ত উপাচার্যের যোগদান
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:১৯:০১








পঞ্চগড়ে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:১১