• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১২:৫১:২১ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১২:৫১:২১ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীমান্তে আগ্রাসী বিএসএফ, আক্রমণের শিকার নারীরাও, আতঙ্কে লালমনিরহাটবাসী

১২ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৪:১২

সীমান্তে আগ্রাসী বিএসএফ, আক্রমণের শিকার নারীরাও, আতঙ্কে লালমনিরহাটবাসী

লালমনিরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে একের পর এক স্থাপনা নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে ক্ষুব্ধ আর আতঙ্কিত হয়ে পড়েছেন লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকার বাসিন্দারা। তবে সীমান্ত রক্ষায় সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখার উভয় পাশে দেড় শত গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ এসব আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কাঁটাতারের বেড়া লাইট পোস্ট ক্যামেরা সম্বলিত যন্ত্রাংশ দেড় শত গজের অভ্যন্তরেই স্থাপন করছে।

সাম্প্রতিক ঘটনা প্রবাহ-

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮২৯ নম্বরের ২ নম্বর উপপিলার পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখার ৫০ গজ অভ্যন্তরে মঙ্গলবার রাতে কোচবিহার জেলার বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের বিএসএফ সে দেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে।

পরদিন ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ করতে যাওয়া কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি বিএসএফের নিকট তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে বলে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়। পরবর্তীতে সীমান্ত পয়েন্টে বুধবার সন্ধ্যায় বিএসএফ-বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় ২০ মিনিট স্থায়ী বৈঠকে ভারতের পক্ষে ৬ জন বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র শিং। বাংলাদেশের পক্ষে ৬ জনের নেতৃত্ব দেন সুবেদার মাহবুবর রহমান। বৈঠকে কোনোকিছু না জানিয়ে রাতের অন্ধকারে শূন্যরেখার মধ্যে খুঁটি ও যন্ত্র স্থাপন করার প্রতিবাদ জানায় বিজিবি।

বিএসএফকে শূন্যরেখার মধ্যে কোনোকিছু নির্মাণ বা স্থাপনে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানায় বিজিবি। নির্মিত খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে আহ্বান জানালে স্থাপিত যন্ত্র ও খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এভাবেই কিছুদিন পরপর বিএসএফ সীমান্তে নানা ধরনে মনগড়া কাজ করে চলে, যা সীমান্তবাসীর জন্য আতঙ্কের হয়ে উঠেছে।

স্থানীয়দের মতামত-

দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আরশ আলী বলেন, কোনো আইনকানুন বিএসএফ মানে না। শূন্যরেখায় কি করে তারা কাঁটাতারের বেড়া দেয়? একই এলাকার মোফাজ্জল হোসেন বলেন, বিএসএফ-এর কারণে সীমান্তে চাষাবাদ করতে হিমশিম খেতে হয় কৃষকদের। সুযোগ পেলেই তারা চড়াও হয়, মারধর করে আমাদের।

পাটগ্রাম সদর ইউনিয়নের আয়নুল হক বলেন, সীমান্তে বিএসএফ সবসময়ই আগ্রাসী মনোভাব দেখায়। তাদের বাধা দিলেই গুলি ছোড়ে, ধরে নিয়ে যায়। একই এলাকার বাসিন্দা নুর আলম বলেন, মাঝে মাঝে মহিলাদেরকে নির্যাতন করে ভারতীয় বাহিনী। কারণে অকারণে এরা গুলি করে।

বিজিবি সূত্রে জানা যায়-

বিএসএফের এসব অনৈতিক কর্মকাণ্ডে বরাবরের মতো প্রতিবাদ জানিয়েছে বিজিবি। প্রতিটি পতাকা বৈঠকে সীমান্ত আইন মেনে চলা এবং নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বলছে বিজিবি। বর্তমানে এসব স্থানে সতর্ক অবস্থানে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলে জানিয়েছেন বাহিনীটির কর্মকর্তারা।

বিজিবির ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু বলেন, বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করলে আমরা সাথে সাথেই প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানাই। কিন্তু সব সময় আমাদের শান্তি আলোচনা ও পতাকা বৈঠক ফলপ্রসু হয় না। এটির স্থায়ী সমাধান প্রয়োজন বলছে সাধারণ মানুষ।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, কোনো প্রকার সমন্বয় বা আলোচনা ছাড়া সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করলে আমরা জোড় প্রতিবাদ করি। প্রয়োজনে স্থাপনা সরিয়ে নিতে বলা হয় বিএসএফকে। সীমান্ত রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞা। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে আমাদের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮