• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:১৮:৪৮ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:১৮:৪৮ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাহাড়ে মেতে উঠেছে বিজু উৎসব

১২ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৪:০৭

পাহাড়ে মেতে উঠেছে বিজু উৎসব

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হল পাহাড়ি জনগোষ্ঠীর বিজু উৎসব।

১২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় নানা বয়সের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কলা পাতায় ফুল সাজিয়ে পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট ভূলে নতুন বছরে যাতে সুখ শান্তিতে কাটানো যায় সে উদ্দেশ্যে হ্রদের পানিতে ফুল ভাসিয়ে উৎসব করে।

এদিন উৎসবকে কেন্দ্র করে সকালে উপজেলার তিনটিলা থেকে র‍্যালি শুরু করে লংগদু বিলে নদীর পাড়ে এসে র‍্যালি শেষ হয়।

চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে এবং পবিত্র এই ফুল ভাসিয়ে দেয় পানিতে, তাই একে বলা হয় ফুল বিজু। এ সময় তারা বিশ্ব শান্তির কামনায় গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করেন।

আগামীকাল বিজু উৎসবের দ্বিতীয় দিনে মূল বিজু। এই দিনে পাহাড়ীদের ঘরে ঘরে ঐতিহ্যবাহী খাবার ‘পাজন’সহ বিভিন্ন ধরণের খাবার অতিথিদের আপ্যায়ন করা হয়। তৃতীয় দিন গজ্যাপজ্যা বিজু বা নববর্ষ উৎসব। ওই দিন বিশ্ব শান্তির কামনায় বিহারে গিয়ে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমমেল মিয়া পিএসসিসহ বৌদ্ধধর্মীয় নেতৃবৃন্দ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে অস্ত্র-গোলা বারুদসহ আটক ২
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫০:২২



মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালক উদ্ধার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০১:৫৫






জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৪০