হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি শনিবার বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলিম্পিয়াডে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক এ এস এম আবু সাঈদ, রসায়ন বিভাগের প্রভাষক রেজাউল করিম, গণিত বিভাগের প্রভাষক মো. সজিব, পরিসংখ্যান বিভাগের প্রভাষক স্মিতা সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদা খাতুন ,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিপিও নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, বিজ্ঞানের উপর ভিত্তি করেই একটি দেশের অগ্রযাত্রা। একটি দেশের উন্নতিতে বিজ্ঞান অনেক গুরুত্ব রাখে। বাংলাদেশে বিজ্ঞানের প্রসারে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের বিজ্ঞান চর্চার মধ্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।
দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপ (নবম-দশম) এবং সিনিয়র গ্রুপের (একাদশ-দ্বাদশ) প্রায় ২শ’ জন শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ২০ শিক্ষার্থীর মাঝে টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিবৃন্দ। অলিম্পিয়াডের সঞ্চালনা করেন রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বাবু এবং ৩য় বর্ষের শিক্ষার্থী উম্মে নূর-এ জান্নাত তানিয়া।
উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী'র সহায়তায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় নিয়মিত আয়োজিত হচ্ছে এই বিজ্ঞান অলিম্পিয়াড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available