বিনোদন ডেস্ক: বছরের শেষের দিকে নতুন এক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একটি বহুজাতিক প্রতিষ্ঠান এলিট করপোরেশনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।
গত ২৬ নভেম্বর রোববার দিনব্যাপী রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়।
এম এ তৌফিকের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেন এইচ.এম পিয়াল। এতে ডিওপি হিসেবে কাজ করেছেন এস কে মুরুব্বি। এডি ছিলেন মেহেদী হাসান। কারিগরি সহযোগিতায় ছিলো হাইফেন মিডিয়া।
বিজ্ঞাপনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘আনন্দ বিনোদন’র সম্পাদক এস এ এম সুমন ও যুগ্ন-সম্পাদক মীর মোশারেফ অমি।
ইয়ামিন হক ববি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস এশিয়া প্যাসিফিক’ পুরস্কার লাভ করেন। তার প্রথম সিনেমা ‘খোঁজ-দ্য সার্চ’, যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। এরপর ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম ও রাজত্ব সিনেমাতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ২০১৪ সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র ‘বিজলী’ ও অ্যাকশন সিনেমা ‘বেপরোয়া’য় অভিনয় করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available