• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৭:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৭:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে সেরাকণ্ঠে বিজয়ীদের নিয়ে ব্যানার সাঁটানো হয়েছে

৮ জুলাই ২০২৪ সকাল ১০:৪১:৫৪

ক্ষেতলালে সেরাকণ্ঠে বিজয়ীদের নিয়ে ব্যানার সাঁটানো হয়েছে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ‘গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরাকণ্ঠ জয়পুরহাট-২৪ এ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ও পেশাসহ বাজারের বিভিন্ন জায়গায় ব্যানার সাঁটানো  হয়েছে।

জানা গেছে, জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ জেলার গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া প্রতিভাবান শিল্পীদের খুঁজতে শুরু করা হয় সেরাকণ্ঠ জয়পুরহাট-২৪ নামে গানের প্রতিযোগিতা।

প্রথমে জেলার পাঁচটি থানার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা হয়। সেখানে উন্মুক্তভাবে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি (ক) এবং (খ) দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ৮-১৯ বছর পর্যন্ত (ক) গ্রুপ এবং ২০-৫৯ পর্যন্ত (খ) গ্রুপ। ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে পরবর্তীতে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের দিক নির্দেশনায় ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেরাকণ্ঠ/২৪ এ উপজেলা পর্যায়ে (ক) গ্রুপ থেকে ৫ জন এবং (খ) গ্রুপ হতে ৭ জন। মোট ১২ জন বিজয়ী হয়। বিজয়ীদের নাম ও পেশাসহ বাজারের বিভিন্ন জায়গায় ব্যানার সাঁটানো হয়েছে। ব্যতিক্রমী এই বিষয়টি সকলকে মুগ্ধ করে তুলেছে।

এ বিষয়ে কয়েকজন বিজয়ী বলেন, সেরাকণ্ঠ-২৪ এ অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে বিজয়ী হওয়ার পর নিজেদের নাম ও পেশাসহ বাজারের বিভিন্ন জায়গায় এভাবে ব্যানার সাঁটানো দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। আমরা জেলা প্রশাসক স্যার, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও আমাদের ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমাদের ক্ষেতলাল উপজেলায় সেরাকণ্ঠ-২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পর্যায়ে বিজয়ীদের নাম, পেশাসহ ব্যানার আকারে শহরের বিভিন্ন স্থানে টানানো হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মানিত করার জন্য মূলত এই উদ্যোগ।

তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩