• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩২:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩২:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

১৭ জুলাই ২০২৪ সকাল ১১:৩৪:২৩

ইটনায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে কিশোরগঞ্জের ইটনা থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ জনতাগঞ্জ-বাজারে মৃগা ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের ৩নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইটনা থানা পুলিশ পরিদর্শন (তদন্ত) মো. শাহাব উদ্দিনের সঞ্চালনায় এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

সভায় বক্তব্য ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, কৃষি ও সমবায় সম্পাদক মো. মনিরুজ্জামান আক্কেল, মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দারুল ইসলাম, মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুল ইসলাম (দুলাল), মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভুট্টো প্রমুখ।

প্রধান অতিথি চৌধুরী কামরুল হাসান বক্তব্যে বলেন, মৃগা ইউনিয়নকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই এলাকা দিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধীরা চলাফেরা করে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন, মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জন্য পরামর্শ দেন।

সার্কেল এএসপি সামুয়েল সাংমা বলেন, এই এলাকায় যত বড় ই অপরাধী থাকুক না কেন তাদের আমার ধরে আইনগত ব্যবস্থা নিবো। অপরাধ করে কখনও কেউ ছাড় পায়নি। তিনি আরও বলেন, জনগণ পুলিশকে সহযোগিতা না করলে কোনোদিন অপরাধ নির্মূল করা সম্ভব না। প্রত্যেক মানুষে ঘর থেকে সচেনতা তৈরি করতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩