মাভাবিপ্রবি প্রতিনিধি: ডিএনএ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল সোমবার বেলা সাড়ে দেড়টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) বিজিই গ্যালারিতে ‘জেনেটিক্যালি মডিফাইড জীবের ব্যবহার কৃষি চাহিদা পূরণে একটি মূল্যবান এবং নিরাপদ পদ্ধতি’ শিরোনামের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, বিজই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মার্জিয়া নূর অর্ণ, মন্ত্রী হিসেবে ছিলেন দ্বিতীয় বর্ষের আবির হোসাইন এবং সাংসদ হিসেবে ছিলেন দ্বিতীয় বর্ষের অনিক পাল। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে ছিলেন বিজিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইনজামামুল হক জয়, উপনেতা দ্বিতীয় বর্ষের ছোঁয়া আহমেদ ও সাংসদ হিসেবে ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার মুন্নি।
বিতর্কে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার। এসময় বিচারক হিসেবে ছিলেন বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. মাসুদার রহমান, অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী, সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক রোকসানা খানমসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী।
বিতর্কে সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আফিয়া খন্দকার এবং সঞ্চালক হিসেবে ছিলেন জান্নাতুল ফেরদৌস রিতা।
বিতর্কে বিরোধী দলের পক্ষ থেকে সংসদের প্রস্তাবনার বিরুদ্ধে জোড়ালো যুক্তি উপস্থাপনের জন্য সংসদ তার প্রস্তাবনাকে স্থগিত করেছে এবং বিচারকবৃন্দ বিরোধী দলকে বিজয়ী ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available