ঢাকা কলেজ প্রতিনিধি: ১৪তম সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ বিতর্ক ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি কলেজের বিতর্ক দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব।
৩০ সেপ্টেম্বর সোমবার ঢাকার সেন্ট গ্রেগরি কলেজ অডিটোরিয়ামে ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের যুক্তির ক্ষেত্রে দক্ষতা ও গভীর বুদ্ধিবৃত্তিক চিন্তার সক্ষমতা বৃদ্ধির মূলনীতিকে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করে রাজধানীর স্বনামধন্য সেন্ট গ্রেগরি ডিবেটিং ক্লাব।
ব্রিটিশ সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় ঢাকা কলেজের বিতার্কিক কৌশিক সাহা টুর্নামেন্টের সেরা বিতার্কিক (ডিবেটার অব দ্যা টুর্নামেন্টে) এবং সিয়াম আল নোমান শিশির তৃতীয় সেরা বিতার্কিক এর স্থান অর্জন করেছে।
চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা কলেজ ডিবেটং ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, ঢাকা কলেজের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন হিসেবে ডিসিডিএস দীর্ঘদিন যাবত সুনামের সাথে বিতর্ক কার্যক্রম পরিচালনা করছে। আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, বাংলাদেশ টেলিভিশন বির্তক প্রতিযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ডিসিডিএস ঢাকা কলেজকে গৌরবের সাথে প্রতিনিধিত্ব করছে।
উল্লেখ্য, স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক দুই ক্যাটাগরিতে দেশের মোট ৩২টি কলেজের বিতার্কিক দল নিয়ে ২০ থেকে ৩০ সেপ্টেম্বর আবাসিক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সেন্ট গ্রেগরি কলেজ ডিবেটিং ক্লাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available