নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কেন্দ্রীয় কালচারাল কমিটি ও ছাত্র কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
২০ নভেম্বর বুধবার দুপুরে জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন ও কালচারাল কমিটির আহবায়ক ড. ফারুক হোসেন।
এ সময় ডিন ড. ফারুক হোসেন পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রেখে প্রতিযোগিতা সফল করার জন্য অংশগ্রহণকারী টিম ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে ইউআইটিএসের শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক চিন্তা, যুক্তি প্রদর্শন এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা চর্চা করা, যা অংশগ্রহণকারীদের বিশ্লেষণী এবং যোগাযোগ দক্ষতা উন্নত করবে।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট চল্লিশটি টিম বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে ১২টিম অংশ নেয়। প্রথম পর্বে মোট ২০টি ম্যাচ শেষে ২০টি টিম দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট ভিত্তিক প্রতিযোগিতা শেষে সেরা দুটি টিমের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মো. তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস এবং প্রতিযোগিতার বিচারকমন্ডলীসহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available