• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ০১:০৪:০৭ (12-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ০১:০৪:০৭ (12-Jan-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

পাচারের অর্থ ফিরিয়ে আনতে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে

১১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৭:২২

পাচারের অর্থ ফিরিয়ে আনতে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ১১ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আহসান এইচ মনসুর জানান, লুট হওয়া অর্থের ৮০ শতাংশ ফিরিয়ে আনা হয়েছে। নিউইয়র্ক কোর্টে মামলা চলছে। ৬০০ কোটি টাকার মত ফিরিয়ে আনতে হবে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর।

এ সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাঁচ মাসে দেশে রেমিট্যান্স বেড়েছে তিন বিলিয়ন আর রপ্তানি বেড়েছে ২.৫ বিলিয়ন ডলার, এখনো চার মাসের রিজার্ভ আছে। সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ফিরিয়ে আনা হয়েছে বলে যোগ করেন গভর্নর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী শাহ নেওয়াজ আটক
১১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:০১