পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে পার্শ্ববর্তী এলাকার এক প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ একসঙ্গে দু'জন নিহত হয়েছেন।
১৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- পাকশি ইউনিয়নের হটাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক মো. আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনী এলাকার বাড়িতে থাকা অপর একজন নারী মোছা. ফাতেমা বেগম (৬৫)।
স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারনে সে কয়েকদিন ধরে এই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হটাৎ করে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকে। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। পরে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এদিকে রিকশাচালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনি পদক্ষেপ সম্পন্ন করবেন।
পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available