• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫১:৪৮ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫১:৪৮ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

১০ মে ২০২৪ রাত ০৮:৩৭:৪১

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। ১০ মে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন সরকারি নার্সিং কলেজের নবনির্মিত ভবনে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

নিহত সাব্বির বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতোকী গ্রামের সেলিম মালের ছেলে। আহতরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার হরতোকী গ্রামের শিশু শ্রমিক নবীন (১৫) এবং গুলিশাখালী গ্রামের আরমান (২২)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সাব্বিরসহ কয়েকজন শ্রমিক রড সেটিংয়ের কাজ করছিলেন। এ সময় একটি পিলারের খাঁচা শ্রমিকরা বহন করে নেওয়ার সময় তারের সাথে স্পর্শ হলেই সাব্বির, নবীন ও আরমান বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়। পরে নবীন ও আরমানকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সরকারি নার্সিং কলেজের নবনির্মিত ভবনের দায়িত্ব পালনকারী হাবিবুর রহমান বলেন, আমি জুমার নামাজ শেষ করে রুমে ছিলাম। এ সময় ম্যানেজার আমাকে ফোন দিয়ে শ্রমিকদের বিদ্যুতায়িত হওয়ার খবর জানায়। আমি দ্রুত হাসপাতালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বাকি ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০