• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৬:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৬:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিশু

৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৫৮:১৩

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিশু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তারের নিচে অপরিকল্পিতভাবে রাখা বালুর স্তূপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়া আকতার (১৩) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। অপরিকল্পিতভাবে বালুর স্তূপের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী ৯ নম্বর ওয়ার্ড প্রজেক্ট গেইটের বালুর টাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট মায়া নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে।

জানা গেছে, বুধবার গুনগুনিয়া বেতাগী মামার বাড়িতে বেড়াতে যায় শিশু মায়া। বৃহস্পতিবার বিকেলে আরও কয়েক শিশুসহ খেলার ছলে বালুর স্তূপের দিকে যায়। বালুর স্তূপের উপরে উঠলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে দূরে পড়ে যায়। পরে শিশুটির আর্তচিৎকারে গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন উদ্ধার করে।

বিদ্যুৎস্পৃষ্ট মায়ার মামা নাজমুল হক অভিযোগ করে বলেন, যে বালুর টালটি বসানো হয়েছে সেটি বৈদ্যুতিক তারের নিচে। যার কারণে সেখানে যে কারও মৃত্যুর আশংকা রয়েছে। আমার ভাগনী কয়েক শিশুর সাথে খেলতে গিয়ে বালুরটালে উঠতেই বৈদ্যুতিক তারে শক লাগে। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।

তিনি আরও বলেন, তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩