• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৯:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৯:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া মালামাল উদ্ধার

১৫ অক্টোবর ২০২৪ সকাল ১০:০৪:৫০

মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া মালামাল উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: ক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার মাতারবাড়ীর মগডেইল গ্রামের আবু সালেহ নামক ব্যক্তির বাড়িতে নৌবাহিনী অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

সন্ধ্যায় নৌবাহিনীর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারি চক্র সম্প্রতি মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প থেকে বিপুল মালামাল চুরি করে। এসব মালামাল স্থানীয় মগডেইল গ্রামের আবু সালেহর বাড়িতে মজুদ করে রাখে। অভিযানের সময় বাড়িটিতে তল্লাশি করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকা দামের বিপুল মালামাল পাওয়া যায়।

যার মধ্যে রয়েছে- জেনারেটর, রেফ্রিজারেটর, পাম্প, ব্যাটারি, অগ্নিনির্বাপণী বিভিন্ন উপকরণ, কম্পিউটারের বিভিন্ন পার্টস, প্রিন্টার, পানির পাইপ, উল্লেখযোগ্য সংখ্যক ফ্যান, গ্রিজার, রিবল্ভিং চেয়ার, সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম, টিন, এ্যাংগেল বার ও ট্রান্স ফর্মার। এসব মালামাল বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে একটি চক্র চুরি করে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ মালামালসমূহ পরবর্তী কার্যক্রমের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩