বিনোদন ডেস্ক: সংগীত বাজারের রূপ পাল্টাচ্ছে ক্রমশ, ধাপে ধাপে। ক্যাসেট, সিডির ধাপ পেরিয়ে এখন আধুনিক, অন্তর্জালে চলছে গাণ বাণিজ্য। ইউটিউবের পাশাপাশি প্রতিষ্ঠা পাচ্ছে বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সেই ধারাবাহিকতায় দেশে আরও একটি প্ল্যাটফর্ম আসছে। নাম ‘দোতারা’।
নতুন একটি গান প্রকাশের মাধ্যমে তাদের যাত্রা হচ্ছে। সেই গানের শিরোনাম ‘বৈশাখী ঝড়’। গেয়েছেন কোক স্টুডিও বাংলার ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ রায়। ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখের ভোরে গানটি প্রকাশ করা হবে। অন্তর্জালে প্রকাশের এই প্রক্রিয়াকে ‘সফট লঞ্চ’ বলছেন কর্তৃপক্ষ। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ হবে।
পর্যায়ক্রমে দোতরায় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরনো অসংখ্য গান। উদ্বোধনী আয়োজন উপলক্ষে অনিমেষের ‘বৈশাখী ঝড়’ গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।
দোতারার প্রতিষ্ঠাতা ও দোতারা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির সুজন বলেন, ‘বাংলা অডিও গানে এখন এক ধরনের খরা চলছে। চারিদিকে ভিডিও স্ট্রিমিং নিয়ে মাতামাতি। গান যে দেখার বিষয় নয়, মন দিয় শোনার বিষয়, সেটাই বেমালুম ভুলে যাচ্ছি সবাই। আমি বিশ্বাস করি মানুষ ভালো গান শোনেন, শুনবেন। সেই বিশ্বাস এবং গানের প্রতি কমিটমেন্ট থেকেই এই উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যেই শিল্পী ও সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
অনিমেষ রায় বলেন, ‘দোতারার মতো একটা অডিও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম খুব দরকার ছিল বাংলা গানের জন্য। দোতারা আমাদের সংগীতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভালো লাগছে বাংলা নববর্ষে আমার গান দিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে জেনে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available