• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৮ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৬:৪৩

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য দেশি-বিদেশি মহলের অপতৎপরতার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১৫৪ জন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক। সব ধরনের অপচেষ্টা অতীতের মতোই মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তারা।

১৮ ডিসেম্বর সোমবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকদের পক্ষে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন।

স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলাদেশের জনগণকে স্বাধীনতার পরাজিত শক্তির সাথে লড়াই করতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকগণ। এই অপশক্তির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সামরিক বাহিনীর অগণিত বীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিহত হয়েছেন জানিয়ে বিবৃতিতে তাঁরা বলেন, ‘বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করে ঘোলাজলে মাছ শিকারের জন্য দেশি-বিদেশি মহলের অপতৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অতীতের ন্যায় নির্বাচন বানচালের সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই।

সর্বোচ্চ আত্মত্যাগ এবং জনগণের ইস্পাতকঠিন ঐক্যের ফলে ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছিলাম। পরিতাপের বিষয় হলো, স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদেরকে স্বাধীনতার পরাজিত শক্তির সাথে লড়াই করতে হচ্ছে। এই অপশক্তির হাতে আমরা রাষ্ট্রের স্থপতিকে হারিয়েছি। মুক্তিযুদ্ধে অংশ নেয়া সামরিক বাহিনীর অগণিত বীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের প্রকাশ্যে সন্ত্রাসী হামলার মাধ্যমে বা গোপন কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে ধারাবাহিকভাবে। লক্ষ প্রাণের আত্মত্যাগ আর মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে এখনো ছিনিমিনি খেলছে স্বাধীনতার পরাজিত শত্রুরা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং সমতা। পাকিস্তানের পরাজিত এই শক্তি সর্বদা মুক্তিযুদ্ধের মৌলচেতনাকে পদদলিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে এবং এখনও আসতে চাইছে। গণতন্ত্রের আবরণ অঙ্গে ধারণের চেষ্টা করলেও এরা এদের আসল চেহারা ঢেকে রাখতে পারেনি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে যেভাবে এরা অগ্নিসন্ত্রাস আর ধ্বংযজ্ঞে লিপ্ত ছিল, ১৫ নভেম্বর ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একইভাবে গুপ্তঘাতক চক্রের ন্যায় এরা গোপন স্থান থেকে হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের জানমাল, গণপরিবহণ, ট্রেন ইত্যাদির ওপর চোরাগোপ্তা হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। রেললাইন উপড়ে ফেলে, অগ্নিসংযোগ করে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে এরা দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চায়। বিদেশি সাহায্যনির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বিদেশি শক্তির দোসররা অর্থনীতি ধ্বংসের মরণখেলায় মেতে উঠেছে।

যারা নাশকতা করছে, তারা চিহ্নিত অপশক্তি। সরকারের কাছে আহ্বান জানাবো, চিহ্নিত এই দানবদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দেবেন- সে প্রত্যাশা করি। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়নবিরোধী যে ষড়যন্ত্র চলছে তা সফল হলে বাংলাদেশ ইরাক, সিরিয়া, লিরিয়া কিংবা আফগানিস্তানের পরিণতি ভোগ করবে। কাজেই দেশি-বিদেশি এসব মহলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক সমাজ ১৯৭১ সালের ন্যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে- সে আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি, সরকার ও নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় অবাধ ও প্রভাবমুক্ত পরিবেশ সুনিশ্চিত করবে। ভোটারদের প্রতি সনির্বন্ধ আহ্বান- বিপুল উৎসাহ উদ্দীপনাসহকারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন এবং আপনার পছন্দের সরকার গঠনে ভূমিকা রাখুন।

বিবৃতি প্রদানকারীদের নামের তালিকা (জৈষ্ঠ্যতার ভিত্তিতে নয়)

১. অধ্যাপক ড. বজলুল হক খন্দকার, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্ট, এশিয়াটিক সোসাইটি
২. অধ্যাপক ড. হারুন অর রশিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়
৩. অধ্যাপক অনুপম সেন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী
৪. অধ্যাপক হাশেম খান, শিল্পী এবং ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫. অধ্যাপক রফিকুন নবী, শিল্পী এবং ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. অধ্যাপক সনৎ কুমার সাহা, অর্থনীতিবিদ
৭. কামাল চৌধুরী, কবি ও লেখক
৮. সেলিনা হোসেন, কথা সাহিত্যিক
৯. অধ্যাপক মাহফুজা খানম, সাবেক সভাপতি, এশিয়াটিক সোসাইটি ও সভাপতি, বিশ্ব শিক্ষক পরিষদ
১০. অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
১১. আতাউর রহমান, নাট্যাভিনেতা, নাট্য পরিচালক ও সংগঠক
১২. মুহম্মদ নুরুল হুদা, কবি
১৩. অসীম সাহা, কবি ও লেখক
১৪. শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা
১৫. অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী, শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা
১৬. ড. ফরিদা জামান, শিল্পী এবং সুপারনিউমারারি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭. পীযূষ বন্দ্যেপাধ্যায়, অভিনেতা
১৮. অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ
১৯. ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
২০. শিশির ভট্টাচার্য, কার্টুনিস্ট এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২১, মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে
২২. অজয় দাশগুপ্ত, সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে
২৩. অধ্যাপক মইনুদ্দিন খালেদ, শিল্প সমালোচক
২৪. তারিক সুজাত, কবি এবং সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ
২৫. অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া, উপাচার্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২৬. অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার,  ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৭. ড. মোঃ আমজাদ আলী, সাবেক প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮. ড. মোঃ রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার), অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৯. অধ্যাপক ড. মো, নিজামূল হক ভ‚ইয়া, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
৩০. অধ্যাপক ড. জিনাত হুদা, সাধারণ সম্পদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
৩১. অধ্যাপক ড. আব্দুল বাছির, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩২. অধ্যাপক ড. মোঃ আব্দুস ছামাদ, ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৩. অধ্যাপক ড. সীমা জামান, ডিন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৪. অধ্যপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৫. অধ্যাপক ড. মো: জিয়া রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৬. অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ডিন, সমাজ বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৭. অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৮. অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৯. অধ্যাপক মাসুদুজ্জামান, কবি ও সম্পাদক
৪০. অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪১. অধ্যাপক ড. মোঃ অহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪২. অধ্যাপক ড. মো, মাসুদুর রহমান, প্রাধ্যক্ষ, হাজী মুহম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৩. অধ্যাপক ড. মো, হারুনর রশীদ খান, সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়
৪৪. ড. আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৫. ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৬. ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৭. ড. লাফিফা জামাল, অধ্যাপক, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৮. ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৯. ড. মো, আবদুর রহিম, প্রাধ্যক্ষ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫০. ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫১. অধ্যাপক ড. মো, শফিকুল ইসলাম, অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫২. ড. মোঃ রহমত উল্লাহ, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৩. ড. মোঃ আকরাম হোসেন, প্রাধ্যক্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৪. অধ্যাপক ড. মাসুদুর রহমান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৫. ড. সৈয়দ মোঃ শামছুদ্দিন, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৬. ড. শাহ মোঃ মাসুম, প্রাধ্যক্ষ, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৭. শেখ আফজাল হোসেন, অধ্যাপক, অংকন ও চিত্রায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৮. ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৯. ড. গোবিন্দ চক্রবর্তী, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬০. ড. মোঃ ফজলুর রহমান, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬১. ড. মো: বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬২. ড. মোহাম্মদ বাহাউদ্দিন, অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৩. অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
৬৪. অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক প্রো-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬৫. অধ্যাপক ডা, জামাল উদ্দীন চৌধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ
৬৬. অধ্যাপক ডা, কামরুল হাসান মিলন, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ
৬৭. অধ্যাপক ডা, কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৬৮. অধ্যাপক ডা, শরফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৬৯. ডা. ইকবাল আর্সেনাল, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৭০. ডা. মামুন আল মাহতাব, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৭১. ড. শহীদ ইকবাল, অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭২. ড. হাসিবুল আলম প্রধান, অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৩. ড. বিশ্বনাথ সিকদার, অধ্যাপক , অনুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৪. ড. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৫. ড. মীর ইব্নে ওয়াহেদ, অধ্যাপক, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৬. ড. দুলাল চন্দ্র রায়, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৭. ড. এম, আরিফুর রহমান, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৮. ড. শুভ্রা রানী চন্দ, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭৯. ড. প্রণব কুমার পান্ডে, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৮০. ড. শাতীল সিরাজ, অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৮১. ড. ফায়েকুজ্জামান, অধ্যাপক, ইসলামের ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সাবেক উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়
৮২. ড. বিপ্লব মল্লিক, সভাপতি, শিক্ষক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮৩. ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮৪. মো. শরীফুল ইসলাম, সভাপতি, শিক্ষক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৮৫. মো. আসাদুজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৮৬. অধ্যাপক ড. নজরুল ইসলাম, সভাপতি, শিক্ষক সমিতি, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৮৭. অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৮৮. অধ্যাপক ড. মো, আসলাম, সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
৮৯. অধ্যাপক ড. মো, জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
৯০. অধ্যাপক ড. মো, শাহ আলমগীর, সভাপতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
৯১. অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজ, সাধারণ সম্পাদক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
৯২. অধ্যাপক ড. ফরিদ আহমেদ, সভাপতি, শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৯৩. অধ্যাপক ড. আবু সালেহ, সভাপতি, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯৪. মিসেস জাকিয়া সুলতানা মুক্তা, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯৫. রিয়াদ হাসান, সভাপতি, শিক্ষক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৯৬. মিসেস জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৯৭. অধ্যাপক ড. মো, মিজানুর রহমান, সভাপতি, শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
৯৮. অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মুর্শেদ, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
৯৯. অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিক, সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০০. অধ্যাপক ড. আব্দুল হক, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০১. অধ্যাপক ড. এস, এম, ফিরোজ, সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০২. অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী, সাধারণ সম্পাদক, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৩. অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৪. অধ্যাপক ড. বোরাক আলী, সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৫. অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, সভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৬. অধ্যাপক ড. মো, মাসুদের রহমান, সাধারণ সম্পাদক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৭. অধ্যাপক ড. রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৮. অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সভাপতি, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১০৯. অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, সাধারণ সম্পাদক, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১১০. অধ্যাপক ড. মো, সৈয়দ মো, গালীব, সভাপতি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১১১. অধ্যাপক ড. মো, আশরাফুজ্জামান জাহিদ, সাধারণ সম্পাদক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১১২. ড. এ জেড এম রুহুল মোমেন, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৩. ড. মো, জাকারিয়া মিয়া, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৪. ড. মো, আশরাফ-উল-আলম, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৫. ড. পরিমল বালা, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৬. ড. মো, নূরে আলম আব্দুল্লাহ, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৭. ড. মো, আনোয়ার হোসেন, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৮. ড. মো, মমিন উদ্দীন, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১১৯. ড. মোস্তফা কামাল, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১২০. ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২১. ড. রাশেদুন নবী, অধ্যাপক, সাবেক ডিন, মেরিন সায়েন্স অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২২. ড. নাছিম হাসান, অধ্যাপক ও ডিন, বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৩. ড. জ্ঞান রত্ন মহাথেরো, অধ্যাপক, পালি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৪. ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৫. ড. আনোয়ার সাইদ, অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৬. ড. মো, খায়রুল ইসলাম, অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৭. ড. নাজনীন নাহার ইসলাম, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৮. ড. জামাল উদ্দীন, অধ্যাপক, ফিন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১২৯. ড. রাহমান নাসির উদ্দীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩০. ড. হেলাল উদ্দিন, অধ্যাপক, ফালিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩১. ড. এস, এম, মনিরুল হাসান, অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩২. অধ্যাপক ড. মো, মাহবুবুল হক, ডিন, কলা ও মানব বিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩৩. অধ্যাপক ড. মো, আনোয়ারুল ইসলা, সাবেক প্রো-উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৩৪. অধ্যাপক ড. মুহিবুল আজীজ, সাবেক ডিন, কলা ও মানব বিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩৫. ড. এস, এম, রফিকুল আলম, অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩৬. ড. মো, দানেশ মিয়া, অধ্যাপক, ইনিস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩৭. ড. এফ এম এনায়েত হোসেন, অধ্যাপক, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩৮. অধ্যাপক ড. মো, সেকান্দার চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৩৯. অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৪০. অধ্যাপক মো, জসীম উদ্দিন, চিত্রশিল্পী ও সাবেক পরিচালক, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৪১. অধ্যাপক মনজুর আলম, সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৪২. অধ্যাপক এ বি এম আবু নোমান, সাবেক ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৪৩. ড. নেয়াজ মোহাম্মদ বাহাদুর, অধ্যাপক, রসায়ন বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪৪. ড. মো, আনিসুজ্জামান, অধ্যাপক, ইনিস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪৫. ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪৬. ড. মোহাম্মদ সেলিম হোসেন, অধ্যাপক, ইনিস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪৭. ড. মো, আতিকুর রহমান ভুইয়া, অধ্যাপক, কৃষি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪৮. ড. সুকল্যাণ কুমার কুন্ডু, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪৯. ড. আলমগীর কবির, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৫০. ড. এমরান জাহান, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৫১. ড. মো, আমিনুল ইসলাম, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৫২. ড. মো, খবির উদ্দিন, অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৫৩. ড. হোসেন মো, সায়েম, অধ্যাপক, ভূবিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৫৪. অধ্যাপক ড. মেজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক, চট্রগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮
২২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০০:২৮


আমতলীতে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৭
২২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৫:৩৪




ফকিরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৯:৫৭