যশোর প্রতিনিধি: পুলিশের অভিযান কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়। এ অভিযান সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। পুলিশ অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করছে। তার অন্য কোনো পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়। পুলিশের এ শুদ্ধি অভিযান চলছে, চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
১৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, যশোরে আমি যোগদানের আগে যশোর ছিলো অপরাধের আকখা। বাড়ি করতে হলে চাঁদা দিতে হত। আমি এসে প্রতিটি নির্মাণাধীন বাড়িতে চাঁদাবাজদের রুখতে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে ছিলাম। এতে করে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমে এসেছিলো।
তিনি বলেন, খুন-গুমসহ নানা অপরাধও কমে এসেছিলো। সম্প্রতি নির্বাচনী ডিউটিতে পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশের এ শুদ্ধি অভিযান।
তিনি আরও বলেন, এই শুদ্ধি অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতিপয় ব্যক্তি অপচেষ্টা চালাচ্ছে, সে বিষয়েও পুলিশ সজাগ রয়েছে। কোনো ধরনের অপচেষ্টায় পুলিশ বাধাগ্রস্ত হবে না। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও ডিবির ওসি রুপন কুমার সরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available