• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩০:৫৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩০:৫৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাদক ছাড়ুন না-হলে এলাকা ছাড়ুন: ওসি মাসুদ রানা

১৭ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৯:২৮

মাদক ছাড়ুন না-হলে এলাকা ছাড়ুন: ওসি মাসুদ রানা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের বিরুদ্ধে ওসির প্রকাশ্য ঘোষণা, ‘মাদক ছাড়ুন, না-হলে এলাকা ছাড়ুন’।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডুমুরিয়া থানার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে থানা ও ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার আটলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাটবাজার, রাস্তা-ঘাট অলিগলিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

মাদকমুক্ত থানা উপহার দেওয়ার লক্ষ্যে ওসি মাসুদ রানা এ অভিযান পরিচালনা করছেন জানিয়ে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের ‍সুপথে ফিরে আসার আহ্বান জানান। মাদক কারবারি ও মাদকাসক্তরা সুপথে ফিরতে চাইলে তাদের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে না শুনলেও অলআউট অ্যাকশনে যাবার হুঁশিয়ারিও দেন তিনি।

বিশেষ অভিযানে আটলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করার চেষ্টাও করা হচ্ছে।

ওসি মো. মাসুদ রানা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মিশনে নেমেছে ডুমুরিয়া থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা, মাদকের সঙ্গে আমাদের কোনো ধরনের আপস নেই। আমরা মাদক কারবারিদের যেখানেই পাব সেই মুহূর্তে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মাদক কারবারি ও মাদকাসক্ত ব্যক্তিদের উদ্দেশ্য আমার স্পষ্ট বক্তব্য, মাদক ছাড়তে হবে না-হলে আমার থানা এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে।

এসময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১