• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৮:৫০ (15-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৮:৫০ (15-Nov-2024)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

মাহে রমযানের বিশেষ ৪ আমল

১৯ মার্চ ২০২৪ দুপুর ০২:১৮:৫৯

মাহে রমযানের বিশেষ ৪ আমল

এইচ এম জহিরুল ইসলাম মারুফ: পবিত্র রমযান মাস সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাস অন্য সব মাস থেকে অধিক ফজিলতপূর্ণ। এ মাসেই মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন। এ মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এই মাসে বেশি আমল করা উচিত।

রমযান মাসে চারটি আমল বিশেষ গুরুত্বের সঙ্গে করার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান (রা.) থেকে বর্ণিত-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ মাসে তোমরা চারটি কাজ বেশি পরিমাণে করো। দুটি কাজ এমন, যা দিয়ে তোমরা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করবে। আর দুটি কাজ এমন, যা তোমাদের নিজেদেরই খুব প্রয়োজন।

যে দুটি কাজ দিয়ে তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টি অর্জন করবে। তা হলো:-

. কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়বে অর্থাৎ আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্যদান।
. আল্লাহর নিকট ইস্তেগফার করা অর্থাৎ নিজের গুনাহের জন্য তার কাছে ক্ষমাপ্রার্থনা করা।

আর যে দুটি বিষয় তোমাদের নিজেদেরই অধিক প্রয়োজন তা হলো:-

১. তোমরা আল্লাহ তায়ালার কাছে জান্নাত প্রার্থনা করবে।
২. আর জাহান্নাম থেকে আশ্রয় চাইবে। -ইবনে খুজাইমা : ১৮৮৭, বায়হাকি : ৩৬০৮।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এ চারটি বিষয়ের প্রতি বিশেষভাবে তার প্রিয় উম্মতের মনোযোগ আকর্ষণ করেছেন। তাই এই চারটি আমলের প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত। তা হলে রমযানুল মোবারকের রহমত, বরকত ও কল্যাণ অর্জিত হবে।

লেখক : মুহাদ্দিস - জামিয়া ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫
১৫ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৯:০৪