টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- মানিক শীল (ইএসআরএম বিভাগ) , মো. হুমায়ুন কবির (অর্থনীতি), শাওন ঘোষ (অর্থনীতি), সুজন মিয়া (অর্থনীতি), মো. নাঈম রেজা (অর্থনীতি), খালেকুজ্জামান নোমান (অর্থনীতি), মো. সাদিক ইকবাল (পদার্থবিজ্ঞান), রায়হান আহমেদ শান্ত (পদার্থবিজ্ঞান), মো. আনোয়ার হোসেন অন্তর (পদার্থবিজ্ঞান), মো. আবিদ হাসান মারুফ (গণিত), সাখাওয়াত আহমেদ শুভ্র (গণিত), মো. আব্দুল্লাহ সরকার উৎস (গণিত), নাহিদ হাসান (ব্যবস্থাপনা), জাহিদ হাসান (হিসাব বিজ্ঞান), মো. রিফাত হোসেন ( হিসাব বিজ্ঞান), ইমতিয়াজ আহমেদ রাজু (সিপিএস), ইমরানুল ইসলাম (সিপিএস), রানা বাপ্পি ( রসায়ন) ও মো. যোবায়ের দৌলা রিয়ন, (রসায়ন)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ১৪ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৪৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত ১(৪) মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্র সংগঠকদের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ১৭ আগস্ট অভিযোগপত্রের প্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটি অভিযোগকারী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক প্রাণিত প্রতিবেদন শৃঙ্খলা বোর্ড ২ সেপ্টেম্বর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বিভিন্ন বিভাগের উনিশ (১৯) জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available