• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩১ রাত ০১:৩৮:৫৫ (06-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩১ রাত ০১:৩৮:৫৫ (06-Apr-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

বাংলাদেশি মডেল তোরসার বিশ্বরেকর্ড

৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৯:০১

বাংলাদেশি মডেল তোরসার বিশ্বরেকর্ড

বিনোদন ডেস্ক: যান চলাচলের উপযোগী বিশ্বের সবচেয়ে উঁচু সড়কের নাম উমলিং লা। এটি ভারতের লাদাখে অবস্থিত। সমতল থেকে এ সড়কের উচ্চতা ১৯ হাজার ২৪ ফুট। আর সেখানেই অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক ফ্যাশন শো। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে সর্বোচ্চ উচ্চতা উমলিং লাতে অনুষ্ঠিত এ ফ্যাশন শো বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।

বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন এই ফ্যাশন শোতে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ বিজয়ী এ মডেল লাদাখে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এর মধ্য দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এটি। এক টুইটে এসব তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

তোরসা বলেন, বাংলাদেশের হয়ে এমন অর্জন ভীষণ ভালো লাগার। এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমি নাম লিখেয়েছি। এমন অর্জেনে নিশ্চই দেশের নামও উজ্জল হয়েছে। তাই ভালো লাগাটা একটু বেশিই। ফ্যাশন শোতে অংশ নেয়া ১২ জন মডেলকে আলাদাভাবে সার্টিফিকেট প্রদান করা হবে।

‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’- এ স্লোগানে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি। ১৪ দেশের মডেলরা এত অংশ গ্রহণ করেন। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। দেশের হওয় প্রতিনিধিত্ব করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ বিজয়ী রাফাহ নানজিবা তোরসা।

আয়োজনে অংশ নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন তোরসা। তিনি বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হতে পেরে আমি গর্বিত। এমন জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বকশীগঞ্জে অষ্টমী মেলায় মানুষের ঢল
৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৫৮


রাজধানীতে ঝড়-বজ্রপাত
৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২৪




এবার বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ
৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:১৮