• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২১:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২১:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

৫ জুন ২০২৪ বিকাল ০৪:১৮:৩৭

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মৌলভীবাজার প্রতানিধি: ‘করবো ভূমি পুনরুদ্বার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন ও সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা।

এসময় আরোও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। এছাড়াও তিনি প্রত্যেককে অন্তত ৩টি করে গাছ লাগানো ও প্লাস্টিক বর্জ্য সঠিক স্থানে ফেলাসহ পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩