• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

৫ জুন ২০২৪ রাত ০৮:২৫:২৬

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

৫ জুন বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে পরিবেশ দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহ্‌উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের প্রতিনিধি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-ই-আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা।

মুক্ত আলোচনায় অংশ নেন যথাক্রমে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী তারিকুজ্জামান তারিক, সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

অপরদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩